ঈদের ‘ইত্যাদিতে’ তৌসিফ-বুবলীর নাচ

| মঙ্গলবার , ২৫ মার্চ, ২০২৫ at ১০:৩৯ পূর্বাহ্ণ

গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় ‘দেখার চোখ ও বিবেকের চোখ’ গানের সঙ্গে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে নৃত্য পরিবেশনায় দেখা যাবে নাটক ও সিনেমা জগতের দুই শিল্পীকে। খবর বিডিনিউজ।

তারা হলেন নাটকের অভিনেতা তৌসিফ মাহবুব ও চিত্রনায়িকা শবনম বুবলী। গানটিতে কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা, রাজিব ও খেয়া, সংগীতায়োজন করেছেন মেহেদি। নৃত্য পরিচালনা করেছেন মামুন। বিজ্ঞপ্তিতে ফাগুন অডিও ভিশন এই তথ্য জানিয়েছে। ইত্যাদির গানের দৃশ্য। ছবি: ফাগুন অডিও ভিশনের সৌজন্যে। গানের কথায় তুলে ধরা হয়েছে সমাজের বিভিন্ন অনিয়ম, অসঙ্গতি। নাচে তৌসিফ ও বুবলীর সঙ্গে আরও অংশ নিয়েছেন ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পীরা। ঈদের পরদিন বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে ‘ইত্যাদি’। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন বরাবরের মতই হানিফ সংকেত। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

পূর্ববর্তী নিবন্ধঈদে ‘তুমি আমায় ডেকো’
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৯.৯৯ কোটি টাকা