ঈদের আনন্দ গরিব-অসহায় পরিবারের মাঝে ছড়িয়ে দিতে চাই

দুস্থদের মাঝে উপহার সামগ্রী বিতরণকালে লায়ন মোহাম্মদ ইমরান

| মঙ্গলবার , ১১ এপ্রিল, ২০২৩ at ৫:৫০ পূর্বাহ্ণ

দুস্থ ও অসহায় সহস্রাধিক পরিবারের মাঝে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, সমাজসেবক লায়ন মোহাম্মদ ইমরান।

গতকাল সোমবার সীতাকুণ্ড উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়নস্থ সিমনী শীপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের ইয়ার্ডে সীতাকুণ্ডের সন্তান সিমনী গ্রুপের কর্ণধার লায়ন মোহাম্মদ ইমরান এলাকার দুস্থ, গরীব ও অসহায় সহস্রাধিক পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করেন। উপহার সামগ্রী পেয়ে আবেগে ঈদের আনন্দ যেন মুহূর্তে ভেসে উঠেছে। অনেক বয়োঃবৃদ্ধ উপহার সামগ্রী পেয়ে তপ্ত রৌদ্রে দাঁড়িয়ে সৃষ্টিকর্তার কাছে মোনাজাত করেন।

উল্লেখ্য, সীতাকুণ্ড পৌরসভা, বাঁশবাড়িয়া, বারআউলিয়া, বাড়বকুণ্ড, কদমরসূল, মাদাম বিবিরহাট, ভাটিয়ারী, বি এম এ গেইট, জলিল গেইট, বিটিসি গেইট, বানুর বাজার, তুলাতুলি, ইমাম নগর, আব্দুল্লাহর ঘাঁটা রোড, ফৌজদারহাট রোড, বাংলা বাজার, ফকির হাট, পাক্কা রাস্তার মাথা, লতিফপুর, সিটি গেইট, কাট্টলী, নিউ মনসুরাবাদ, এ কে খান গেইট, ইস্পাহানি মোড় ও আকবরশাহ্‌ এলাকার জনগণ মনের আনন্দে উপহার সামগ্রী নিয়ে নিজ নিজ বাড়ি ফিরেন। লায়ন মোহাম্মদ ইমরান এবং সিমনী গ্রুপের কর্মকর্তা ও কর্মচারীদের শৃঙ্খলা এলাকার মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

উপহার সামগ্রী বিতরণ করেনলায়ন মোহাম্মদ ইমরান, তাঁর বড় ভাই সীতাকুণ্ড উপজেলার সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ ইকরাম, লায়ন্স জেলা ৩১৫বি৪ বাংলাদেশের ডিস্ট্রিক্ট জিইটি কোঅর্ডিনেটর ডেজিগনেট লায়ন নিশাত ইমরান, তাহিয়া নিশাত ইমরান, সাংবাদিক আতাহার চৌধুরী খসরু, সাংবাদিক ফারহান সিদ্দিক, সাংবাদিক মামুনুর রশিদ মাহিন, শীপ ইয়ার্ডের ম্যানেজার শহিদ, বখতিয়ার প্রমুখ। লায়ন মোহাম্মদ ইমরান বলেন, সৃষ্টিকর্তার নৈকট্য লাভের আশায় আমার এই দান অব্যাহত থাকবে এবং পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ এই গরীব অসহায় পরিবারের মাঝে ছড়িয়ে দিতে চাই। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকবরস্থানে মিলল নিখোঁজ রোহিঙ্গা কিশোরের লাশ
পরবর্তী নিবন্ধসংবিধানের দোহাই দিয়ে পার পাওয়া যাবে না : খসরু