ঈদের আগে শ্রমিক কর্মচারীদের বেতন বোনাস পরিশোধের আহ্বান

| বৃহস্পতিবার , ২১ এপ্রিল, ২০২২ at ১০:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের সিবিএ ও নন-সিবিএ সমন্বয় পরিষদের সদস্য সচিব আবুল হোসেন আবু ঈদুল ফিতরের আগে সকল সরকারি-বেসরকারি শিল্প প্রতিষ্ঠান ও কলকারখানা, দোকান ও হোটেল- রেস্তোরাঁর শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা ও বোনাস প্রদান করার জন্য সরকার, কল-কারখানার মালিক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, করোনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী বিচক্ষণতায় অর্থনীতির চাকাকে গতিশীল রাখা সম্ভব হয়েছে। তাই প্রতিবেশী দেশের তুলনায় জিডিপি প্রবৃদ্ধির হার অনেকাংশে বেশি। সরকার করোনাকালের ক্ষতি পুষিয়ে নিতে শিল্প ও কল-কারখানার মালিক কর্তৃপক্ষসহ সকল স্তরের ব্যবসায়ীদের অর্থনৈতিক প্রণোদনা প্রদান করেছে। যে কারণে শিল্প কল-কারখানা মালিক, দোকান ও হোটেল রেস্তোরাঁর মালিকরা শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা ও বোনাস প্রদানে সক্ষমতা অর্জনের ক্ষমতা রাখে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় আগুনে পুড়ল ৫ বসতঘর
পরবর্তী নিবন্ধনারী ও শিশু অধিকার থেকে বঞ্চিত হচ্ছে