ঈদের আগে বেতন বোনাসসহ সকল বকেয়া পরিশোধের দাবি

চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সমাবেশ-মিছিল

আজাদী প্রতিবেদন | সোমবার , ১০ জুন, ২০২৪ at ৮:১২ পূর্বাহ্ণ

ঈদের আগে সকল জাহাজী শ্রমিকদের বকেয়া বেতনবোনাসসহ সকল পাওনা পরিশোধ করার দাবি জানিয়েছে চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়ন। নৌপ্রশাসন ও নৌপুলিশ কর্তৃক নৌশ্রমিকদের হয়রানি, মিথ্যা মামলা ও চাঁদাবাজি বন্ধের দাবিতে গতকাল রোববার বিকাল ৫টায় চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শ্রমিক সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. আজগর হোসেন তালুকদারের সভাপতিত্বে নির্বাহী সদস্য হাফেজ শাহাদাত হোসেন ও রেজাউল করিম সেলিমের সঞ্চালনায় নগরীর সদরঘাট জেটির মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের পূর্বে একটি শ্রমিক মিছিল সদরঘাট থানার সামনে থেকে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদরঘাট জেটির মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি এম. নুরুল হুদা চৌধুরী বলেন, বাজেটে শ্রমিকদের অধিকার নিশ্চিতে বরাদ্দ বৃদ্ধি করতে হবে। শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবি জানানো হয়। সমাবেশে ঈদের আগে মালিকদেরকে শ্রমিকদের বেতন বোনাস সহ বকেয়া পাওনা বুঝিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি হাবিবুর রহমান মাস্টার, বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুল ইসলাম মাস্টার, চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি মো. কামাল উদ্দিন চৌধুরী, পতেঙ্গা থানা জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. হাছান বাদশা, চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক আল মাশরুম গাজী বাচ্চু, সম্পাদক মন্ডলীর সদস্য যথাক্রমে শহীদুল ড্রাইভার, শাকিল সুখানী, মমতাজ গ্রীজার, হেলাল লস্কর, মহসিন হোসেন মাস্টার, সাগর লস্কর, হানিফ লস্কর, সোহান লস্কর, হাসান লস্কর, জসিম লস্কর, শরিফুল বাবুর্চি প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচন : এ দেশের বাম প্রগতিশীলদের শিক্ষা
পরবর্তী নিবন্ধরাউজানে আবদুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে মতবিনিময়