ঈদের বাকি আছে আর ৯–১০ দিন। স্বজনদের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে ঈদের আগের বেশিরভাগ নগরবাসী গ্রামে ছুটে যান। এই সময়ে বাড়ি যাওয়ার ঝক্কি ঝামেলাও কম নয়। বিশেষ করে আবহাওয়া নিয়ে চিন্তায় থাকতে হয়। কারণ মৌসুমের এই সময়টাতে বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকে। চট্টগ্রামে এখন পর্যন্ত আবহাওয়ার অবস্থা স্থিতিশীল থাকলেও ইতোমধ্যে রাজশাহী ও ঢাকার কিছু কিছু স্থানে গতকাল বৃষ্টি হয়েছে। পূর্বাভাস কর্মকর্তারা বলছেন, আগামী ১০ দিন চট্টগ্রামে আকস্মিক বৃষ্টি কিংবা হালকা ঝড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তদের মার্চ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, মার্চের শেষদিকে দেশের পশ্চিম ও দক্ষিণ–পশ্চিমাঞ্চলের উপর দিয়ে এক থেকে দুইটি মৃদু বা মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সেইসাথে, তাপমাত্রাও ক্রমান্বয়ে বাড়বে। জানতে চাইলে পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা ইসমাইল ভূঁইয়া দৈনিক আজাদীকে বলেন, ঈদের আগে চট্টগ্রামে আবহাওয়া মোটামুুটি স্থিতিশীল থাকবে। ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা নাই। বৃষ্টি হলেও সেটি সাময়িক সময়ের জন্য হবে। এছাড়া সাথে ঝড়ো হাওয়াও থাকতে হবে। তাই ঈদ যাত্রা নির্বিঘ্ন হবে এটি আমরা আশা করতে পারি।