ঈদের আগে চালু হল তপুর ফ্রি শিশু মার্কেট

আজাদী প্রতিবেদন | বুধবার , ১২ মে, ২০২১ at ৭:০৬ পূর্বাহ্ণ

প্রথমে ফ্রি সবজি বাজার এবং পরবর্তীতে ফ্রি মুদির দোকান করে প্রশংসিত হওয়ার পর সাবেক ছাত্রনেতা তোসাদ্দেক নূর চৌধুরী তপু এবার চালু করলেন ‘ফ্রি শিশু মার্কেট’। ঈদের আগ মুহূর্তে চালু করা এই ভ্রাম্যমাণ ফ্রি শিশু মার্কেটে পাওয়া যাচ্ছে টি-শার্ট, থ্রি-পিস, প্যান্ট, শার্ট, জুতা, মেহেদী, চুড়ি, নেলপলিশ, ব্যাগ, টিপ ইত্যাদি। গতকাল একদিনে ৪শ শিশুর মাঝে বিনামূল্যে ঈদ পোশাক বিতরণ করেছেন তিনি।
গতকাল বিকালে মোহাম্মদপুর এলাকায় গিয়ে দেখা যায়, ভ্যানের উপরে সাজানো হয়েছে ফ্রি শিশু মার্কেট। এক থেকে ১২ বছর বয়সী সকল শিশুদের পোশাক থেকে শুরু করে সব কিছুই পাওয়া যাচ্ছে। জানতে চাইলে তোসাদ্দেক নূর চৌধুরী তপু বলেন, ঈদে নতুন কাপড়ে সবচেয়ে বেশি আনন্দ পায় শিশুরা। বিশেষ করে পথশিশুরা একটি পোশাক পেলে অনেক খুশি হয়। আমি গত বছর প্রথম ২/৩ মাসব্যাপী ফ্রি সবজি বাজার চালু করি। এরপর অনেকেই করেছেন। এবার প্রথমে শুরু করেছি ফ্রি মুদির দোকান। এরই ধারাবাহিকতায় ঈদের আগ মুহূর্তে চালু করলাম সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ফ্রি শিশু মার্কেট।

পূর্ববর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ড প্রেসক্লাবকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর