এক মাস সিয়াম পালন শেষে মহান রবের প্রতি পবিত্র রমজানের শুকরিয়া ও কৃতজ্ঞতা প্রকাশের অন্যতম একটি পদ্ধতির নাম ঈদুল ফিতর। যা মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব। ঈদ ঐ মুসলমানের জন্য যে গুনাহ থেকে দূরে থাকতে পারে, তাকওয়া হতে, মুততাকী হওয়ার শিক্ষা লাভ করে। কলবকে পবিত্র করতে পারে। গরীবদের স্মরণ করে সঠিক ভাবে যাকাত আদায় করে আল্লাহর হুকুমকে পরিপালন করা। ঈদ হাসতে শেখায়, ধনী গরীবের ব্যবধান ঘুচায়। ভালোবাসার স্পর্শে সবার মনকে ঈদ আনন্দ আর খুশিতে ভরিয়ে দিয়ে যায়। নতুন চাঁদের আলোয় এ ধরনী পূর্ণতা পায়। এ পৃথিবীতে সবাই সুন্দর ভাবে বাঁচতে চায় একটা ছোট স্বপ্ন, একে অপরের জন্য মায়া মমতা, এক ফোঁটা শিশির বিন্দু, দোয়েল পাখির গান, এক টুকরো মেঘের ছায়া সব মিলিয়েই মানুষের অন্তহীন পথচলা। ঈদের আমেজ, সুখানুভূতি, সৌন্দর্য‘, হৃদয়ের ভাঁজে ভাঁজে রঙিন পোশাকে, আলিঙ্গনে, অনাবিল পরশে সবার অন্তর ছুঁয়ে যাক এটাই সতত মনের কামনা।