ঈদুল আজহার ছুটি ১০ দিন

১৭ ও ২৪ মে দুই শনিবার খোলা

| বুধবার , ৭ মে, ২০২৫ at ৭:১০ পূর্বাহ্ণ

পবিত্র ঈদুল আজহার ছুটি ১০ দিন ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আগামী ৫ থেকে ১৪ জুন পর্যন্ত এই ছুটি থাকছে। গতকাল মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিজের ফেইসবুক পোস্টে নিশ্চিত করেছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মানসুর হোসেন জানিয়েছেন, টানা ১০ দিন ছুটির কর্মঘণ্টা পুষিয়ে নিতে ঈদের ছুটির আগে চলতি মাসের ১৭ ও ২৪ মে দুই শনিবার দেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস খোলা রাখার প্রস্তাব গতকাল উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেয়া হয়েছে। খবর বাসসের।

এর আগে সরকারের অনুমোদিত বর্ষপঞ্জি২০২৫ অনুযায়ী আগামী ৫ থেকে ১০ জুন পর্যন্ত ছয় দিন ঈদুল আজহার ছুটি ঘোষণা করা হয়েছিল। গতকাল উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, ১১ ও ১২ জুন বুধ ও বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করায় ছুটি বেড়ে দাঁড়ায় ৮ দিন। একইসাথে পরবর্তী শুক্রবার ও শনিবার সরকারি ছুটি থাকায় মোট ছুটি দাঁড়িয়েছে ১০ দিনে। ফলে আগামী ৫ থেকে ১৪ জুন একটানা ১০ দিন ছুটিতে যাচ্ছে দেশ। আগামী ১৫ জুন রোববার অফিস খুলবে। এর আগে গত পবিত্র ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল।

পূর্ববর্তী নিবন্ধময়লার স্তূপে মিলল থানা থেকে লুট করা অস্ত্র-গুলি
পরবর্তী নিবন্ধআকার বেড়েছে আহ্বায়ক কমিটির