ঈদুল আজহায় শুভর সিনেমা

| সোমবার , ২৮ এপ্রিল, ২০২৫ at ১১:২৯ পূর্বাহ্ণ

দীর্ঘ সময় ধরে রুপালি পর্দায় দেখা নেই ঢাকাই সিনেমার নায়ক আরিফিন শুভর। আড়াল ভেঙে ফিরছেন তিনি। তার অভিনীত ‘নীলচক্র’ সিনেমা সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে।

ঈদুল আজহায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা। কয়েকদিন আগে ১৯ সেকেন্ড দৈর্ঘ্যের একটি ভিডিও প্রকাশের মাধ্যমে ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে ফেরার ইঙ্গিত দেন আরিফিন শুভ।

যদিও ওই ভিডিও ক্লিপসে শুভ কোথাও জানাননি ঈদুল আজহায় ফেরার কথা! খোঁজ নিয়ে জানা গেছে, ক্লিপটি ‘নীলচক্র’ সিনেমার মুক্তির কৌশলগত ঘোষণা।

ভিডিওটি প্রকাশের পর সিনেমাটির পরিচালক মিঠু খান জানিয়েছেন, ‘নীলচক্র’ ঈদুল আজহাতেই মুক্তি দেওয়া হবে। এবার পরিচালক জানালেন, সিনেমাটি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড কর্তৃক ইউ গ্রেডের (ইউনিভার্সাল গ্রেড) সার্টিফিকেট পেয়েছে।

অর্থাৎ সব বয়সিরাই দেখতে পারবেন ‘নীলচক্র’ সিনেমা। প্রযুক্তির কল্যাণে বিভিন্ন মাধ্যমে নেশায় বুঁদ হয়ে আছে নতুন প্রজন্ম। সেই সুযোগ কাজে লাগিয়ে আকর্ষণীয় নানা ফাঁদ তৈরি করে অনেকেই নিজেদের কার্যসিদ্ধি করে নিচ্ছেন। অনেকেই পা দিচ্ছেন সেই ফাঁদে। প্রযুক্তির সেই ফাঁদের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘নীলচক্র’। নির্মাতা মিঠু খানের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা।

শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রচারপ্রচারণায় নামব। ‘নীলচক্র’ সিনেমায় মুখ্য চরিত্রে আছেন আরিফিন শুভ। তার সঙ্গে আছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, প্রিয়ন্তী উর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকপিরাইট মামলায় ২ কোটি রুপি দিতে এ আর রহমানকে নির্দেশ
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৬.৮৩ কোটি টাকা