ঈদযাত্রা হোক নির্বিঘ্ন

তানজিনা আক্তার চৈতি | বুধবার , ২৬ মার্চ, ২০২৫ at ৬:৫১ পূর্বাহ্ণ

প্রতি বছর ঈদ এলে রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ বড় শহরগুলো থেকে লাখো মানুষ গ্রামে ছুটে যায় আপনজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে। তবে এই যাত্রা যেন স্বস্তির বদলে ভোগান্তির কারণ না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। সড়কপথে যানজট ও দীর্ঘ সময়ের যানবাহনের চাপ অত্যন্ত কষ্টদায়ক। মহাসড়কের সংস্কার কাজ অসমাপ্ত থাকার ফলে দুর্ভোগ বেড়েছে বহুগুণ। দূর পাল্লার বাসের অস্বাভাবিক ভাড়া, যাত্রী হয়রানি, নারীদের নিরাপত্তাহীনতা, চুরিছিনতাই এবং অজ্ঞান পার্টির দৌরাত্ম্য ঈদযাত্রাকে শঙ্কার করে তোলে। সম্প্রতি বাসে ডাকাতির ঘটনাও ঘটেছে, যা যাত্রীদের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। তাই মহাসড়ক সমূহ সিসি টিভি আওতাভুক্ত করতে হবে। মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার, অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণ, নারীদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি এবং চুরিছিনতাই রোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো জরুরি। যাত্রাপথের হয়রানি দূর হলে ঈদের আনন্দ সত্যিকারের স্বস্তির হবে।

পূর্ববর্তী নিবন্ধশুকরিয়া একটা অনুভূতির নাম
পরবর্তী নিবন্ধআমাদের মুক্তিযুদ্ধ-নারীর বহুমাত্রিক অবদান