ঈদযাত্রা স্বস্তিকর করতে সুজনের আহ্বান

| রবিবার , ১ মে, ২০২২ at ৮:৫৯ পূর্বাহ্ণ

ঈদযাত্রা স্বস্তিকর করতে সংশ্লিষ্ট সকল সংস্থা এবং পক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা এবং চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। গতকাল

শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ অনুরোধ জানান।

এ সময় তিনি বলেন, বিগত দুই বছর করোনা মহামারীর জন্য ঈদ করতে বাড়ি যেতে না পারার কারণে এবার উল্লেখযোগ্য সংখ্যক মানুষ শহর ছেড়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করছে। সেই সাথে লম্বা ছুটি হওয়ার ফলে বাড়ি যাওয়া মানুষের তালিকাটাও বেশ দীর্ঘ।

কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি যে প্রতিবছরই জনগণের আনন্দের ঈদযাত্রাকে নিরানন্দ করার অপতৎপরতায় মেতে উঠে ভাড়া নৈরাজ্যকারী সিন্ডিকেট গোষ্ঠী। নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় যেনো তাদের ঈদ কালচার হয়ে গিয়েছে। ফলে বাড়তি ভাড়ার সাথে যোগ হচ্ছে ভোগান্তি।

এছাড়া ঈদ বকশিশের নামে পরিবহন মালিকশ্রমিকদের অত্যাচার জনগণের নাভিশ্বাসের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ঈদযাত্রার ভোগান্তি দূরীকরণে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকল সংস্থা এবং পক্ষ যদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে মানুষের ঈদযাত্রা এবং ফিরে আসার ক্ষেত্রে দুর্ভোগ কমবে বলেও মত প্রকাশ করেন তিনি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচরম সংকটের মধ্যে ঈদ উদযাপন করতে যাচ্ছে দেশবাসী : খসরু
পরবর্তী নিবন্ধসিইউ ক্লাব-৩৪ এর ইফতার মাহফিল