কক্সবাজারের ঈদগাঁও ফুলেশ্বরী নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকালে জালালাবাদের রাবার ড্যাম এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা এমদাদুল হক জানান, লাশটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বারকে খবর দেন। লাশের গায়ে হলুদ কালারের একটি জার্সি এবং একটি হাফপ্যান্ট পরিহিত।
যুবদল নেতা আজমগী জানান, লাশটি হয়তো কোথাও থেকে ভেসে এসেছে। পরে ঈদগাঁও থানার একটি ফোর্স ঘটনাস্থলে হাজির হয়ে লাশটি উদ্ধার করে। এখনো লাশের সঠিক পরিচয় জানা যায়নি।