কক্সবাজারের ঈদগাঁও খালে পাহাড়ি ঢলে নিখোঁজ আরমান নামের এক নির্মাণ শ্রমিকের মরদেহ ৬ দিন পর উদ্ধার হয়েছে। গত ২ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে খাল পারাপারের সময় পাহাড়ি ঢলে ভেসে গিয়ে নিখোঁজ হন তিনি। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে ঈদগাঁও নদীর গজালিয়া অংশের পশ্চিমে মাছ ধরার জালে আটকানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
নিহত আরমান ঈদগাঁও ইউনিয়নের মেহেরঘোনা এলাকার ছাবের আহমদের ছেলে ও দুই সন্তানের জনক। গত শনিবার সন্ধ্যার দিকে পেশাগত কাজ শেষে দুই সহকর্মীকে নিয়ে খালের ওপারে ইসলামাবাদের গজালিয়াস্থ শ্বশুর বাড়িতে যাওয়ার পথে পাহাড়ি ঢলের স্রোতে তলিয়ে যান আরমান। এরপর দমকল বাহিনী ও চট্টগ্রামের ডুবুরি দলসহ সরকারি–বেসরকারী বিভিন্ন সংস্থা উদ্ধার অভিযান চালিয়ে ব্যর্থ হলে গতকাল স্থানীয় কিছু উদ্যমী যুবক ঘটনাস্থলের আশপাশে চিরুণী অভিযান চালিয়ে নিখোঁজ আরমানের মরদেহ উদ্ধার করে। এ সময় স্থানীয় শতশত মানুষ এ অভিযানে অংশ নেয়।