ঈদগাঁওয়ে মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ২ ফেব্রুয়ারি, ২০২১ at ৬:২৬ পূর্বাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁওয়ে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত আসামি আবুল কালামকে (৩৬) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গতকাল সোমবার ভোরে রাজধানী ডেমরা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আবুল কালামের বিরুদ্ধে কক্সবাজারের ঈদগাহ থানায় হত্যা মামলা রয়েছে। তাকে ঢাকা থেকে আনা হচ্ছে বলে জানান ঈদগাঁও থানার ওসি আবদুল হালিম। চাঞ্চল্যকর ডাবল মার্ডার আসামি আবুল কালামকে ঢাকা থেকে গ্রেপ্তারের কথা নিশ্চিত করে রাজধানীতে এক সংবাদ সম্মেলন করেছে সিআইডি। এতে সিআইডি চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপ-মহাপরিদর্শক হাবিবুর রহমান বলেন, সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মুক্তাধরের নেতৃত্বে একটি দল সোমবার ভোরে ডেমরা থেকে আবুল কালামকে গ্রেপ্তার করেছে।
তিনি জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে গত ১৯ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাচি রাশেদা বেগমকে (৪০) দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে আবুল কালাম। তখন রাশেদার মেয়ে জান্নাতুল ফেরদৌস (১৬) বাধা দিলে তাকেও কুপিয়ে জখম করে পালিয়ে যায় খুনী আবুল কালাম। পরে মুমূর্ষু অবস্থায় মা-মেয়েকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গ্রেপ্তার আবুল কালাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে বলে জানান সিআইডির এ কর্মকর্তা।
ঈদগাঁও থানার ওসি আবদুল হালিম জানান, গত ২০ জানুয়ারি ঈদগাঁও থানার উদ্বোধন হয়। তার আগেরদিন সন্ধ্যায় ইসলামাবাদ এলাকায় এ মর্মান্তিক ডাবল মার্ডারের ঘটনাটি ঘটে। এরপর ২২ জানুয়ারি এ থানার প্রথম মামলা হিসাবে চাঞ্চল্যকর এ ডাবল মার্ডার মামলাটি রেকর্ড করা হয়। এরপর থেকেই খুনী আবুল কালামকে হন্য হয়ে খুঁজছিল পুলিশ। তিনি জানান, গ্রেপ্তার আবুল কালামকে ঢাকা থেকে ঈদগাঁওতে আনা হচ্ছে। এরপর তাকে ঘটনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধতদন্ত কর্মকর্তা ও ভাইয়ের সাক্ষ্য গ্রহণ
পরবর্তী নিবন্ধকক্সবাজারে কিশোরীকে মাইক্রোবাসে দল বেঁধে ধর্ষণ, দুজন গ্রেপ্তার