ঈদগাঁওয়ে নলকূপের গর্তে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

ঈদগাঁও প্রতিনিধি | সোমবার , ২৫ আগস্ট, ২০২৫ at ৮:০৮ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালি ইউনিয়নের দক্ষিণ নাইক্যংদিয়া ৫নং ওয়ার্ডে এক মর্মান্তিক দুর্ঘটনায় ৩ বছর বয়সী শিশু মাজেদুল ইসলাম মাহিন মারা গেছেন। মাহিন ওই এলাকার সৌদি প্রবাসী আবু সামা এর পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে বাড়ির উঠানে খেলার সময় মাহিন একটি নতুন টিউবলের নলকূপের খোলা গর্তে পড়ে যান। পরিবার ও প্রতিবেশীরা উদ্ধার চেষ্টা করলেও সময়মতো সাহায্য না পেয়ে শিশু মাহিন প্রাণ হারান। পরে তাকে উদ্ধার করে ঈদগাহ মেডিকেল সেন্টারে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা অভিযোগ করেছেন, নলকূপের গর্তটি যথাযথভাবে ঢেকে রাখা হয়নি, যা এই মর্মান্তিক দুর্ঘটনার মূল কারণ হতে পারে।
স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা আহত পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশনা দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধনিজ দেশে ফিরে যেতে রোহিঙ্গাদের সমাবেশ
পরবর্তী নিবন্ধমধুবন ফুড ইন্ডাস্ট্রি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশ, জরিমানা ৩ লাখ