ঈদগাঁওয়ে ছিনতাইকৃত মালামালসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

ঈদগাঁও প্রতিনিধি | বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর, ২০২৫ at ১২:১৯ পূর্বাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ছিনতাইকৃত মালামালসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার জালালাবাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ঈদগাঁও বাজার এলাকার মৃত লাল মিয়ার পুত্র ইব্রাহীম খলিল নয়ন (২১) এবং ইসলামাবাদ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের খোদাইবাড়ি এলাকার মৃত শাকের আলমের পুত্র মো. রায়হান (২৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইকৃত একটি ব্যাগ ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমান দৈনিক আজাদীকে জানান, এ ঘটনায় থানায় মামলা (নং-০৩, তাং-০২/০৯/২০২৫ইং) রুজু হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

স্থানীয়ভাবে ছিনতাইয়ের মতো ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কিত হলেও পুলিশের দ্রুত পদক্ষেপে স্বস্তি ফিরে এসেছে বলে এলাকাবাসী জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানের কেএনএর ঘাঁটিতে সেনা অভিযান, প্রশিক্ষণ সরঞ্জাম উদ্ধার