কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ছিনতাইকৃত মালামালসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার জালালাবাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ঈদগাঁও বাজার এলাকার মৃত লাল মিয়ার পুত্র ইব্রাহীম খলিল নয়ন (২১) এবং ইসলামাবাদ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের খোদাইবাড়ি এলাকার মৃত শাকের আলমের পুত্র মো. রায়হান (২৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইকৃত একটি ব্যাগ ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমান দৈনিক আজাদীকে জানান, এ ঘটনায় থানায় মামলা (নং-০৩, তাং-০২/০৯/২০২৫ইং) রুজু হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয়ভাবে ছিনতাইয়ের মতো ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কিত হলেও পুলিশের দ্রুত পদক্ষেপে স্বস্তি ফিরে এসেছে বলে এলাকাবাসী জানিয়েছে।