ঈদগাঁওয়ে চোলাই মদসহ টমটম জব্দ, মাদক কারবারি আটক

ঈদগাঁও প্রতিনিধি | শুক্রবার , ২৬ ডিসেম্বর, ২০২৫ at ১২:৫২ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় তৈরি চোলাই মদসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। অভিযানে একটি ব্যাটারিচালিত টমটমও জব্দ করা হয়।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে ঈদগাঁও থানার অধীন ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়াঘোনা এলাকায় ঈদগাঁও–ঈদগড় সড়কে নিয়মিত চেকপোস্ট পরিচালনাকালে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সন্দেহজনকভাবে চলাচলরত একটি টমটম থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়িটির ভেতর থেকে ২৭ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় মাদক বহনের দায়ে জসিম উদ্দিন (৩২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানার বাইশারী ইউনিয়নের হলুদিয়া এলাকার বাসিন্দা।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও টমটম জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, এলাকায় মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধক্যাম্প ফায়ারে শেষ হলো ১৯তম চট্টগ্রাম জেলা রোভার মুট
পরবর্তী নিবন্ধউখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুইটি ভয়াবহ অগ্নিকান্ড