কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পশ্চিম পোকখালী ইউনিয়ন থেকে এক কিশোরীকে (১৪) অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে আরমান হোসেন (২৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব–১৫। গ্রেপ্তার আরমান মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের হামিদুর রহমান পাড়ার মৃত রশিদ আহমদের ছেলে। গত রোববার তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ঈদগাঁও থানার কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, গ্রেপ্তার আরমান হোসেন ওই কিশোরীকে কৌশলে অপহরণ করে গোপন স্থানে নিয়ে যায়। সেখানে আটকে রেখে পরিবারের কাছ থেকে ৪৯ হাজার টাকা মুক্তিপণ আদায় করে। তারপর কিশোরীকে ছেড়ে দেয়।
ঈদগাঁও থানার ওসি ফরিদা ইয়াসমিন জানান, এ ঘটনায় অপহৃত শিশুর চাচা বাদী হয়ে মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে র্যাব অভিযান চালিয়ে প্রধান আসামি আরমান হোসেনকে গ্রেপ্তার করে ঈদগাঁও থানায় হস্তান্তর করে।
ওসি বলেন, আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তার সাথে আরও কারা জড়িত, কীভাবে অপহরণ সংঘটিত হয়েছে–এসব বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য বের হবে।












