ঈদগাঁওয়ে ২০ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক

পৃথক অভিযানে আটক আরও ২ কারবারি

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ৬ জুন, ২০২৪ at ৭:৪৯ পূর্বাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ সময় মো. তৈয়বুল ইসলাম নামের আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক নায়েক আটক হন। গতকাল বুধবার দুপুরে ঈদগাঁও বাসস্ট্যান্ডের সৌদিয়া কাউন্টারের পাশের তেলের দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এর আগে আরেকটি অভিযানে আরো দুই মাদক কারবারিকে আটক করা হয়। তারা হলেন, চট্টগ্রামের খাগড়াছড়ি এলাকার মতিউর রহমানের ছেলে মো. শফিক ও আবদুল হাকিমের ছেলে নুরুস সালাম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কঙবাজারের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা মুকুল জানান, পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে ঢাকা যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন এপিবিএন সদস্য তৈয়বুল ইসলাম। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক তৈয়বুল ইসলাম উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত এপিবিএনে কর্মরত ছিলেন।

তৈয়বসহ আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধধর্মমন্ত্রীর চুরি হওয়া ফোন ফেরানো হল মালয়েশিয়া থেকে
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ইয়াবা উদ্ধার মামলায় তিন জনের যাবজ্জীবন