ঈদগাঁওতে সড়কে ছাগল হাট, জনদুর্ভোগ

ঈদগাঁও প্রতিনিধি | বুধবার , ১০ সেপ্টেম্বর, ২০২৫ at ৩:১৯ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ব্যস্ততম ডিসি সড়ক প্রতি সপ্তাহে শনিবার ও মঙ্গলবার দখল করে বসছে ছাগল হাট। বাজারের প্রবেশমুখ থেকে প্রধান সড়ক পর্যন্ত হাটের কারণে পথচারী, শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীরা বড় ধরনের সমস্যায় পড়ছেন।

স্থানীয়রা জানান, হাট বসানোর জন্য নির্দিষ্ট স্থান না থাকায় বাসস্টেশন থেকে প্রবেশমুখ পর্যন্ত সড়কই হাটের জায়গা হিসেবে ব্যবহার হচ্ছে। এতে প্রতিদিন তীব্র যানজট তৈরি হচ্ছে।

বাজার সংলগ্ন বাসিন্দারা জানান , “আমাদের স্কুল-কলেজ পড়ুয়া সন্তানরা চলাফেরা করতে সমস্যায় পড়ে, জরুরি মুহূর্তে সড়ক ব্যবহার করা দায় হয়।”

ব্যবসায়ী মামুন জানান, “সপ্তাহে দুদিন হাটের কারণে দোকানে ক্রেতা আসছে না, চরম ক্ষতির সম্মুখীন হচ্ছি।” টমটম চালক সাদেকুর রহমান বলেন, “২ মিনিটের পথ পাড়ি দিতে প্রায় ৩০ মিনিট লাগে, দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে।”

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, “সড়কে হাট বসার কারণে ছাগলের মলমূত্র পড়ে, স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ দূষণ বেড়েছে।”

বাজার পরিচালনা কমিটির প্রচার সম্পাদক সাকলাইন মোস্তাক বলেন, “গলি ও সড়ক দখল, ফুটপাত অবৈধ ব্যবহার, পশুপাখি ও সবজির হাট—সব মিলিয়ে জনদুর্ভোগ চরমে। প্রশাসনের সহায়তায় সচেতন উদ্যোগ প্রয়োজন।”

হাট ইজারাদার আলম বলেন, “৫০ বছর ধরে ডিসি সড়কে হাট বসানো হচ্ছে। ২৫ লাখ টাকায় হাট ইজারা নিয়েছি। বিকল্প ব্যবস্থা না হলে এখানেই চলবে।”

ঈদগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল হাকিম বলেন, “সড়ক দখল করে হাট বসানো অনুচিত। সমস্যা সমাধানে উপজেলা প্রশাসন ও ইউএনও’র সঙ্গে আলোচনা প্রয়োজন।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমার সঙ্গে যোগাযোগ করা হলেও ফোন রিসিভ না করায় মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পূর্ববর্তী নিবন্ধইসরায়েলি সামরিক বাহিনীর গাজা সিটি ছাড়ার নির্দেশে আতঙ্ক