ঈদগাঁওতে শেষ মুহূর্তে মনোনয়নপত্র জমা দিতে প্রার্থীদের উপচে পড়া ভিড়

ঈদগাঁও প্রতিনিধি | বুধবার , ২৭ মার্চ, ২০২৪ at ১০:১৩ অপরাহ্ণ

আসন্ন ২৮ এপ্রিল ঈদগাঁওয়ের ৫ ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য, সংরক্ষিত নারী সদস্য পদে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিতে প্রার্থীদের উপচে পড়া ভিড় জমেছে ঈদগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে।

২৭ মার্চ (বুধবার) বিকেলে সরেজমিনে রিটার্নিং কর্মকর্তাদ্বয়ের কার্যালয়, কক্ষ পরিদর্শন করে দেখা যায়, ৫ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, সাধারণ সদস্য, সংরক্ষিত নারী সদস্য পদ প্রত্যাশীরা সারিবদ্ধভাবে মনোনয়নপত্র জমা দিচ্ছে।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ১৪ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু করে রিটার্নিং কর্মকর্তারা।

আগামীকাল ২৮ মার্চ জমা দেয়ার শেষ দিন। বাঁচাইয়ের শেষ দিন ১ এপ্রিল, মনোনয়নপত্র বাচাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ২ এপ্রিল, আপিল নিষ্পত্তি হবে ৫ এপ্রিল, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৮ এপ্রিল। প্রতীক বরাদ্দ হবে ৯ এপ্রিল। ২৮ এপ্রিল কাঙ্ক্ষিত ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে ।

এ উপলক্ষে নানা প্রস্তুতি শুরু করেছে ঈদগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির।

তিনি জানান, পোকখালী, ঈদগাঁও,জালালাবাদ ইউনিয়নে একজন, ইসলামপুর, ইসলামাবাদের জন্য একজনসহ ২ জন রিটার্নিং কর্মকর্তা থাকবে।

২৮ এপ্রিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন হলেও ২৭ এপ্রিল বিকেল ৪ টা পর্যন্ত চেয়ারম্যান, সাধারণ সদস্য, সংরক্ষিত নারী সদস্য পদে ২০৭ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছে বলে জানান নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির।

উল্লেখ্য,ঈদগাঁও উপজেলার ৫ ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে গণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল জেলা ও উপজেলা নির্বাচন অফিস।

১৩ মার্চ প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এ’ বিধি ১০ অনুযায়ী ঈদগাঁও উপজেলার ইসলামপুর,পোকখালী, ইসলামাবাদ জালালাবাদ, ঈদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ সদস্য, সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন করার ইচ্ছুকদের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণের সিদ্ধান্ত নেয় কমিশন।তারই ধারাবাহিকতায় মনোনয়নপত্র জমা নেন নির্বাচন অফিস।

পূর্ববর্তী নিবন্ধচবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির সংবর্ধনা ও ইফতার মাহফিল
পরবর্তী নিবন্ধখুলশী ক্লাব লিমিটেডের ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান