ঈদগাঁওতে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের নতুন উদ্যোগ

ঈদগাঁও প্রতিনিধি | শুক্রবার , ৫ সেপ্টেম্বর, ২০২৫ at ১২:০৬ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁওতে যানজট নিরসনে নতুন পদক্ষেপ নিয়েছে ট্রাফিক বিভাগ। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঈদগাঁও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে।

সাইনবোর্ডে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে “মহাসড়কের উপর গাড়ি পার্কিং/দাঁড়ানো আইনগত দণ্ডনীয় অপরাধ”। মূলত যত্রতত্র পার্কিং, ফুটপাত দখল করে ভ্রাম্যমাণ দোকান বসানো এবং অবৈধ দখলদারিত্ব কমিয়ে আনার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ঈদগাঁও ট্রাফিক জোনের সার্জেন্ট সান্তময় দাস বলেন, “আমরা চাই, সাধারণ মানুষ আইন মেনে চলুক। মহাসড়কে পার্কিং বা দাঁড়িয়ে থাকা শুধু যানজটই সৃষ্টি করে না, দুর্ঘটনার ঝুঁকিও বাড়ায়। তাই সাইনবোর্ড দিয়ে আমরা সবাইকে সচেতন করার চেষ্টা করছি। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ঈদগাঁও বাজার এলাকায় অবাধ পার্কিং এবং ফুটপাত দখল করে দোকান বসানোয় প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন পথচারী ও যাত্রী সাধারণ।

তবে অভিযোগ রয়েছে, পূর্বেও এমন বিলবোর্ড ও সাইনবোর্ড লাগানো হলেও কার্যত কোনো কাজ হয়নি। স্থানীয়দের দাবি, পূর্বের কয়েকজন ট্রাফিক কর্মকর্তার যোগসাজশে ‘পার্কিং বাণিজ্য’ এবং ‘ভ্রাম্যমাণ দোকান বসানো বাণিজ্য’ অব্যাহত ছিল।

এখন দেখার বিষয়, নতুনভাবে স্থাপন করা এসব সাইনবোর্ড ও নির্দেশনা কতটা কার্যকর হয় এবং সাধারণ মানুষ কতটা তা মানতে বাধ্য হয়।

পূর্ববর্তী নিবন্ধঅর্থঋণ আদালতের ওয়ারেন্ট দ্রুততম সময়ের মধ্যে তামিল করতে হবে
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে পুকুর পাড়ে ঝুলছিলো ডেকোরেশন কর্মীর লাশ