মাদারবাড়ী শোভনীয়া ক্লাব আয়োজিত ঈছা মো. দুলাল ও দেলোয়ার হোসেন স্মৃতি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠেছে হাটহাজারী আলোকন সংঘ। গতকাল প্রথম সেমিফাইনাল খেলায় হাটহাজারী আলোকন সংঘ ১০ উইকেটে মাদারবাড়ী ক্রিকেট ক্লাবকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে মাদারবাড়ী ক্রিকেট ক্লাব ৬ উইকেটের বিনিময়ে ৭৯ রান সংগ্রহ করে। সর্বোচ্চ ২১ রান করেন দলের মো. কামরুল। ৮০ রান লক্ষ্যে খেলতে নেমে ইয়াছিন ও সৈকতের ব্যাটে ১০ উইকেটে জয়লাভ করে হাটহাজারী আলোকন সংঘ। ইয়াছিন ৩৬ রান ও সৈকত ৩০ রান করেন। ১৬ রানে দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন আলোকন সংঘের মোহাম্মদ দিনার। তার হাতে পুরস্কার তুলে দেন সাবেক জাতীয় ক্রিকেটার মোহাম্মদ নাজিম উদ্দীন ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক সাইফুল আলম লিমন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর ও সিনিয়র ক্রীড়া সাংবাদিক সাইফুল্লাহ চৌধুরী, সিজেকেএস কাউন্সিলর রায়হান উদ্দিন রুবেল ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আলমগীর,ফুটবল একাডেমির সভাপতি লায়ন এম.এ মুছা বাবলু, টুর্নামেন্ট কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক হারুন-অর-রশিদ, সদস্য আফসার উদ্দিন,আমিনুল আহসান সুমন,আবু তোরাব পরশ,ক্লাবের যুগ্ম্ন সম্পাদক মোশাররফ হোসেন লিটন। দ্বিতীয় সেমিফাইনাল খেলা আজ কলেজিয়েট স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে বাকলিয়া সূর্য তরুণ ক্লাব এবং আগ্রাবাদ ওয়ারিয়র্স। খেলা শুরু হবে দুপুর ১.৩০টায়।