ঈছা দুলাল ও দেলোয়ার স্মৃতি ক্রিকেটের ফলাফল

| সোমবার , ২৮ ডিসেম্বর, ২০২০ at ৯:৩৫ পূর্বাহ্ণ

মাদারবাড়ী শোভনীয়া ক্লাব আয়োজিত ঈছা মো. দুলাল ও দেলোয়ার হোসেন স্মৃতি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের গতকালের একমাত্র খেলায় জয় পেয়েছে চট্টগ্রাম বেষ্ট ফ্রেন্ডস ক্লাব। তারা ৮ উইকেটে আলকরন এসএস ন্যাশনকে পরাজিত করে। বিজয়ী দলের রিপন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়। তার হাতে পুরস্কার তুলে দেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য আরাফাত আমজাদী ও মোহাম্মদ ফয়সাল। টুর্নামেন্টে ইতিমধ্যে ৭ টি দল কোয়ার্টার ফাইনাল উত্তীর্ণ হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিজয় কাপ হকিতে নাসিরাবাদ ইয়ংসের জয়
পরবর্তী নিবন্ধসুলতানা কামাল ও রোজী জামাল দলের জয়লাভ