ঈছা দুলাল ও দেলোয়ার স্মৃতি ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে শোভন ক্লাব

| রবিবার , ২৭ ডিসেম্বর, ২০২০ at ৯:৩১ পূর্বাহ্ণ

মাদারবাড়ী শোভনীয়া ক্লাবের আয়োজনে ঈছা মো. দুলাল ও দেলোয়ার হোসেন স্মৃতি টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে গতকাল একটি খেলা সম্পন্ন হয়। এতে চট্টগ্রাম শোভন ক্লাব জয়লাভ করে। তারা ৮ উইকেটে কিষোয়ান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠে। বিজয়ী দলের তুহিন ম্যান অব দ্য ম্যাচ হয়।

পূর্ববর্তী নিবন্ধমুজিববর্ষ জিপিএইচ ইস্পাত বিভাগীয় ভলিবল প্রতিযোগিতা কাল শুরু
পরবর্তী নিবন্ধবিজয় কাপ হকি টুর্নামেন্টের ফলাফল