ঈছা দুলাল ও দেলোয়ার স্মৃতি ক্রিকেটের দুটি খেলা অনুষ্ঠিত

| বৃহস্পতিবার , ২৪ ডিসেম্বর, ২০২০ at ১১:০৩ পূর্বাহ্ণ

মাদারবাড়ী শোভনীয়া ক্লাব আয়োজিত ঈছা মো. দুলাল ও দেলোয়ার হোসেন স্মৃতি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের দুটি খেলা সম্পন্ন হয়েছে গতকাল। এতে গোলাম মোস্তফা স্মৃতি ও মাদারবাড়ী ক্রিকেট ক্লাব জয়লাভ করে।
দিনের প্রথম খেলায় গোলাম মোস্তফা স্মৃতি সংসদ ২৫ রানে জয়লাভ করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।বিজয়ী দলের জামশেদ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়।
তার হাতে পুরস্কার তুলে দেন মের্সাস গ্লোসী ট্রান্সপোর্ট এন্ড ট্রেডিং এর স্বত্ত্বাধিকারী মো. হেলাল হোসেন। দ্বিতীয় খেলায় মাদারবাড়ী ক্রিকেট ক্লাব ২৯ রানে সুপার ডাইনাইমাইটকে পরাজিত করে। বিজয়ী দলের আলভী ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়। তার হাতে পুরস্কার তুলে পদন ইসতা ইসপা রয়েল কিংসের স্বত্ত্বাধিকারী আব্দুল আজিজ।

পূর্ববর্তী নিবন্ধব্রাদার্স একাডেমির বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট শুরু
পরবর্তী নিবন্ধসুলতানা কামাল ও কর্নেল জামিল উদ্দিন দলের জয়লাভ