মাদারবাড়ী শোভনীয়া ক্লাব আয়োজিত ঈছা মোঃ দুলাল ও দেলোয়ার হোসেন স্মৃতি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা কলেজিয়েট স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় বাকলিয়া সূর্য তরুন ক্লাবকে ১২ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আগ্রাবাদ ওয়ারিয়র্স। টস জিতে প্রথমে ব্যাট করে আগ্রাবাদ ওয়ারিয়র্স ৭ উইকেটে ৯০ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্ব্বোচ্চ ৩৮ রান করে মোঃ ফাহিম। বাকলিয়া সূর্য তরুন ক্লাবের পারভেজ ২৩ রানে নেয় ৩ উইকেট। ৯১ রানের লক্ষ্যে খেলতে নেমে বাকলিয়া সূর্য তরুন ক্লাব সবকটি উইকেট হারিয়ে ৭৮ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের ফাহিম ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। খেলা শেষে তার হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলার তৌফিকুল ইসলাম বাবু ।
এসময় মাদারবাড়ী শোভনীয়া ক্লাবের সাধারন সম্পাদক শফিকুল আলম জুয়েল, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব আদনানুল ইসলাম চৌধুরী, সাবেক কৃতি ফুটবলার সালে আহমেদ চৌধুরী, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আলমগীর, ক্লাবের যুগ্ন সম্পাদক মোশাররফ হোসেন লিটন, ক্লাবের কোচ মহসীন সাজু উপস্তি ছিলেন।