ঈছা দুলাল ও দেলোয়ার স্মৃতি ক্রিকেটের দুটি খেলা সম্পন্ন

| মঙ্গলবার , ২২ ডিসেম্বর, ২০২০ at ১০:৫৯ পূর্বাহ্ণ

মাদারবাড়ী শোভনীয়া ক্লাব আয়োজিত ঈছা মো. দুলাল ও দেলোয়ার হোসেন স্মৃতি টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের দুটি খেলা সম্পন্ন হয়েছে গতকাল। এতে ফয়সাল স্মৃতি সংসদ ও মাদারবাড়ী ক্রীড়া চক্র জয়লাভ করে। দিনের প্রথম খেলায় ফয়সাল স্মৃতি সংসদ ৪ রানে জয়লাভ করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে । বিজয়ী দলের সাকিব ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়। তার হাতে পুরষ্কার তুলে দেন মের্সাস সফল ট্রান্সপোর্টের স্বত্বাধিকারী হাবিবুল্লাহ (স্বপন)। দ্বিতীয় খেলায় মাদারবাড়ী ক্রীড়া চক্র ৪৪ রানে জয়লাভ করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। বিজয়ী দলের সাজ্জাদ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়।
তার হাতে পুরস্কার তুলে দেন মের্সাস নাহিয়ান ট্রান্সর্পোটের স্বত্বাধিকারী নাহিদ মুরাদ মুন্না।

পূর্ববর্তী নিবন্ধঢেমুশিয়া প্রিমিয়ার ক্রিকেট লিগের পুরস্কার বিতরণী
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলার অনূর্ধ্ব-১৮ ক্রিকেটারদের জ্ঞাতার্থে