তথ্য প্রযুক্তির যুগে বিশ্ববাজার দখল করে আছে ই কমার্স। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ই কমার্স অত্যাবশ্যকীয় হয়ে দাঁড়িয়েছে। শুধু পণ্য ক্রয় বিক্রয় নয় জ্ঞান আহরণের জন্যও ই কমার্স দরকার। খাদ্য, ইলেকট্রনিক্স, কাপড়-চোপড় থেকে শুরু করে সব পণ্যের ক্রয় বিক্রয় অনলাইনে হচ্ছে এখন। এসবের পাশাপাশি ধীরে ধীরে বইয়ের বাজারও জনপ্রিয় হয়ে উঠেছে। চট্টগ্রাম একাডেমির ফয়েজ-নুরনাহার মিলনায়তনে মাসব্যাপি অনলাইন বাংলা বইমেলার গতকাল বুধবার দ্বিতীয় দিনে ‘ই কমার্সে বই বিপণন’ শীর্ষক সেনিমারে বক্তারা এসব কথা বলেন।
সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. ওবায়দুল করিমের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন কবি-নাট্যকার অভীক ওসমান। শুভেচ্ছা বক্তব্য দেন, ছড়াকার গোফরান উদ্দীন টিটু। ধন্যবাদ জ্ঞাপন করেন অনলাইন বাংলা বইমেলা পরিষদের আহ্বায়ক শিশুসাহিত্যিক-সাংবাদিক রাশেদ রউফ। আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি হোসাইন কবির, প্রাবন্ধিক নেছার আহমদ, অধ্যাপক শামসুদ্দীন শিশির, আরিফ রায়হান, আলী প্রয়াস, ইসমাইল জসীম, বাসুদেব খাস্তগীর, ফেরদৌস আরা রীনু, রেহেনা মাহমুদ, সৈয়দা সেলিমা আক্তার, ফারজানা রহমান শিমু, বসুপ্রতিম বড়ুয়া, এস এম আবদুল আজিজ, এম কামাল উদ্দিন, রেজাউল করিম স্বপন, তসলিম খাঁ, মর্জিনা হক পপি, শর্মিলা চৌধুরী, আয়মান রউফ, অরিত্রী চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।