ই-অকশনে উঠলো ১১শ টন পেঁয়াজ

১৯ লটে ৯১ দরপত্র জমা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২১ জানুয়ারি, ২০২১ at ৬:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কাস্টমসে গতকাল ১৯ লটে প্রায় ১১শ টন পেঁয়াজ ই-অকশনে (অনলাইন নিলাম) তোলা হয়েছে। নিলামে মোট ৯১টি দরপত্র জমা পড়েছে। ইতোমধ্যে সর্বোচ্চ দরদাতার নাম কাস্টমসের ওয়েবসাইটে সংযুক্ত করা হয়েছে। সেখানে দেখা গেছে, ১৯টি লটের মধ্যে ১৩টির সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হয়েছেন নুরুল আবছার নামের এক ব্যক্তি।
এছাড়া বাকি ৬টির মধ্যে তিনটিতে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মঈনউদ্দিন জাবেদ এবং অপর তিনটিতে এসকে মঈনউদ্দিন আহম্মদ চৌধুরী। এর আগে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ ২০ লট পণ্য নিলামে তোলা হবে জানালেও শেষ মূহূর্তে এক লট তালিকা থেকে বাদ দেয়।
কাস্টমস সূত্র জানায়, গত মঙ্গলবার দুপুর ১২টা থেকে গতকাল বিকেল ৫টা পর্যন্ত বিডাররা চট্টগ্রাম কাস্টমসের ওয়েবসাইটে অনলাইনে দরপত্র জমা দেন। শিগগিরই নিলাম কমিটি সর্বোচ্চ দরদাতার অনূকুলে বিক্রয় অনুমোদন দেবে। এটি কাস্টমসের দ্বিতীয় অনলাইন নিলাম।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক নীতি) মো. মাসুদ সাদিক চট্টগ্রাম কাস্টমস হাউসে ই-অকশন কার্যক্রমের উদ্বোধন করেন। ওইদিন ১৬টি লটে ফেব্রিক্স, রসুন, সোডা অ্যাশ, আয়রন পাইপ ও স্ক্র্যাপ জাতীয় পণ্য ই-অকশনে দেয়া হয়। সেই অকশনে ১৬ লটের মধ্যে ৮টিতে ৩৮টি দরপত্র জমা পড়ে।

পূর্ববর্তী নিবন্ধশাহাদাতের গণসংযোগ থেকে ভোটগ্রহণ কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগ
পরবর্তী নিবন্ধনির্বাচনী প্রচারণায় উৎসবের আমেজ