ইয়েমেন থেকে অবশিষ্ট বাহিনী সরিয়ে নিচ্ছে আমিরাত

সৌদির সঙ্গে সংকট

| বৃহস্পতিবার , ১ জানুয়ারি, ২০২৬ at ১১:৫৮ পূর্বাহ্ণ

সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনে থেকে যাওয়া তাদের অবশিষ্ট সব বাহিনী স্বেচ্ছায় প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে। এর আগে ইয়েমেন এক আলটিমেটামে আমিরাতি বাহিনীকে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ত্যাগের সময়সীমা বেঁধে দিয়েছিল। সৌদি আরবও আমিরাতকে তা মেনে নিতে বলেছিল। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় মুকাল্লা বন্দরে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলার পর আমিরাতের সঙ্গে দেশটির উত্তেজনা বেড়েছে। সৌদি আরবের অভিযোগ, সংযুক্ত আরব আমিরাতের বন্দর থেকে ছেড়ে আসা দুটো জাহাজে করে দক্ষিণ ইয়েমেনে আমিরাতসমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) জন্য অস্ত্র আনা হচ্ছিল। এর প্রেক্ষাপটেই মুকাল্লা বন্দরে বিমান হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন জোট। আর এই হামলাকে কেন্দ্র করেই রিয়াদ ও আবুধাবির মধ্যকার দীর্ঘদিনের মিত্রতায় বড় ধরনের সংকট তৈরি হয়েছে। হামলার ঘটনার পরই সৌদিসমর্থিত ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল কাউন্সিল আমিরাতি বাহিনীকে দেশ ছাড়তে বলে এবং সৌদি আরবও তাতে সায় দেয়। মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা ইয়েমেনে থাকা তাদের সন্ত্রাসবিরোধী ইউনিট সরিয়ে নিচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধগীতধ্বনির রবীন্দ্র সংগীতসন্ধ্যা
পরবর্তী নিবন্ধগাজায় ৩৭টি ত্রাণ সংস্থার কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত ইসরায়েলের