ইয়ুথ ক্লাব অব চট্টগ্রামের ‘ওয়ান হেলথ, ওয়ান সেফটি’ সম্পন্ন

| শনিবার , ২০ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:০৬ পূর্বাহ্ণ

ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ (ওয়াইসিবি) চট্টগ্রাম টিম সম্প্রতি উদ্বোধন করেছে স্বাস্থ্যসচেতনতামূলক প্রজেক্ট– ‘ওয়ান হেলথ, ওয়ান সেফটি’, যার প্রতিপাদ্য ‘পোষা প্রাণীর টিকা দিন, সবার সুরক্ষা নিশ্চিত করুন।’ নগরীর খুলশীতে ইয়ুথ ক্লাব অব বাংলাদেশচট্টগ্রাম টিম ও কমফোর্ট ভেটের যৌথ আয়োজনে প্রজেক্টটির প্রথম ধাপের ক্যাম্পেইন সকাল ৮টা থেকে বিকেল ৬টা পর্যন্ত চলে।

প্রজেক্টের মূল লক্ষ্যপোষা প্রাণীর সঠিক যত্ন, নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা ও টিকাদানের মাধ্যমে শুধুমাত্র প্রাণীর স্বাস্থ্য রক্ষা নয়, বরং মানুষের স্বাস্থ্য ও সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করা। কারণ প্রাণী ও মানুষের স্বাস্থ্য ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, যা আধুনিক জনস্বাস্থ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ধারণা। ক্যাম্পেইনে ৩০ জনেরও বেশি পোষাপ্রাণীর মালিক অংশ নেয়। তাদের পোষা প্রাণীর জন্য বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা, সাশ্রয়ী মূল্যে টিকাদান এবং ওষুধ সরবরাহ করা হয়।

সেবা প্রদান করেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির পশুচিকিৎসকডা. মো. আরিফুল ইসলাম ও ডা. রুমি আক্তার। ইয়ুথ ক্লাব অব বাংলাদেশচট্টগ্রাম জানায়এ উদ্যোগ কেবল শুরু মাত্র। আগামীতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে এ ধরনের আরও ক্যাম্পেইন আয়োজন করা হবে। এর মাধ্যমে পোষাপ্রাণীর স্বাস্থ্যসুরক্ষার পাশাপাশি জনস্বাস্থ্য ও সমাজের সার্বিক সুরক্ষা নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে। আয়োজকরা বিশ্বাস করেন, ‘ওয়ান হেলথ, ওয়ান সেফটি’ কেবল একটি ক্যাম্পেইন নয়, বরং এটি একটি আন্দোলন, যা আগামী দিনে চট্টগ্রামকে একটি স্বাস্থ্যসচেতন ও নিরাপদ নগরীতে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দিনশেষে সেবাগ্রহণকারীরা অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেন এবং এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার উপর গুরুত্বারোপ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম মাদারবাড়ী ঢাকা ট্রাঙ্ক লেইন মহল্লার নতুন কমিটির অভিষেক
পরবর্তী নিবন্ধচন্দনাইশ উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা