‘থ্যালাসেমিয়া সম্পর্কে নিজে জানি, সচেতন হই, অন্যকে সচেতন করি’– এই স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে ‘বিশ্ব থ্যালাসেমিয়া দিবস’ পালন করেছে ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ। এ উপলক্ষে গত ৮ মে নগরীর স্বপ্নবাগিচা বিদ্যালয়ে ছিন্নমূল শিশুদের অভিভাবকদের সাথে থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতা তৈরীতে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ এবং বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতলের সার্বিক সহযোগিতায় চট্টগ্রাম ডিভিশন উক্ত সভার আয়োজন করে। প্রায় ৮০ জন অভিভাবকের উপস্থিতিতে সভায় থ্যালাসেমিয়া সম্পর্কে ধারণা এবং এই রোগ প্রতিরোধে সচেতন হতে উদ্বুদ্ধ করা হয়। এরপর হযরত কালু শাহ বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সচেতনতামূলক ক্যাম্পেইনে শিক্ষার্থীদের থ্যালাসেমিয়া বিষয়ে ধারণা দেয়া হয়। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসাইনের সহযোগিতায় ১৮০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে আরোও একটি ক্যাম্পেইন পরিচালনা হয়।
এতে বক্তারা বলেন, থ্যালাসেমিয়া নীরব ঘাতকের ন্যায় সমগ্র বিশ্বে ছড়িয়ে যাচ্ছে। থ্যালাসেমিয়া একটি বংশগত এবং মারাত্মক রক্তস্বল্পতা জনিত রোগ। বাবা এবং মা উভয়ই এই রোগের বাহক হলে এই রোগের ত্রুটিযুক্ত জীন বহন করলে সন্তানের এই রোগ নিয়ে জন্মগ্রহণের সম্ভাবনা থাকে। বাংলাদেশে শতকরা ১০–১২ ভাগ মানুষ বিটা থ্যালাসেমিয়া ও হিমেগ্লোবিন–ই এর বাহক। ভবিষ্যতে সকলকে সচেতন করার মাধ্যমে এই মরণঘাতী রোগ প্রতিরোধ করা সম্ভব। প্রেস বিজ্ঞপ্তি।