ইয়াসমিন রাঙ্গুনিয়া পৌরসভার প্যানেল মেয়র নির্বাচিত

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ২ ডিসেম্বর, ২০২২ at ১০:৫২ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া পৌরসভার নারী কাউন্সিলর ইয়াসমিন আকতার ৩ নম্বর প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন। সমপ্রতি পৌরসভার ৩ নম্বর প্যানেল মেয়র নির্বাচন বিষয়ক এক সভায় গোপন ভোটের মাধ্যমে তিনি নির্বাচিত হন। তাঁর বাড়ি রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সৈয়দবাড়ি এলাকায়। তিনি ব্যবসায়ী জাবেদ তালুকদারের সহধর্মিনী। ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি ৪, ৮ ও ৯ ওয়ার্ড থেকে ইয়াসমিন আকতার সংরক্ষিত নারী কাউন্সিলর পদে বিপুল ভোটে নির্বাচিত হন। উল্লেখ্য, ৩ নম্বর প্যানেল মেয়র জেসমিন আকতার মারা যাওয়ার পর পদটি শুন্য হয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধআউটার স্টেডিয়ামে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর জনসভা সফল করতে ঐক্যবদ্ধ ‘আমরা ফটিকছড়িবাসী’