ইয়াবা সেবন করায় বোয়ালখালীতে ৩ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের অবশিষ্ট ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
গতকাল রোববার পৌরসভার গোমদণ্ডী ফুলতল এলাকায় ইয়াব সেবনরত অবস্থায় তাদের আটক করে এ সাজা দেওয়া হয়। সাজাপ্রাপ্তরা হলো পৌরসভার পশ্চিম গোমদণ্ডীর আবু সাঈদের ছেলে নাজমুল হাসান (১৯),মৃত নুর নবীর ছেলে মো.নায়েম উদ্দিন (২৫) ও আবুল কালামের ছেলে মো.ওসামা বিন হোসাইন জিয়া (২২)। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা। তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় অভিযানে ইয়াবা সেবনরত অবস্থায় ৩ জনকে আটক করা হয়। তাদের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় দুইজনকে ১৪ দিন করে ও অপর একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযান পরিচালনার সময় সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের খ সার্কেলের উপ পরিদর্শক এ কে এম আজাদসহ ভূমি কার্যালয়ের কর্মকর্তারা।











