ইয়াবা ব্যবসায় রোহিঙ্গা মাঝি গ্রেপ্তার ২

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৩ জানুয়ারি, ২০২১ at ৮:০৬ পূর্বাহ্ণ

এক রোহিঙ্গাসহ দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। ধৃতরা হচ্ছেন পটিয়ার ইমতিয়াজ (২০) ও উখিয়া উপজেলার বালুখালী মইন্যার ঘোনা রোহিঙ্গা ক্যাম্পের নুর আহাম্মদের ছেলে লিয়াকত আলী প্রকাশ মাঝি (৪৫)।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন গণমাধ্যমকে বলেন, নগরের স্টেশন রোড থেকে ৮ হাজার পিস ইয়াবাসহ ইমতিয়াজকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে উখিয়া বালুখালী এলাকায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে লিয়াকতকে গ্রেপ্তার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গায় হামলার শিকার বিচারকসহ চারজনের সাক্ষ্য
পরবর্তী নিবন্ধ৩৪ টি অবৈধ জাল ও দুইশ’ কেজি মাছ জব্দ