নগরীর ফিরিঙ্গি বাজার, নতুন ব্রিজ ও বায়েজিদে পৃথক অভিযানে ১৯শ পিস ইয়াবা ও ১৩ লিটার চোলাই মদসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে অধিদপ্তরের তিনটি পৃথক টিম। গ্রেপ্তারকৃতরা হলেন, কঙবাজারের টেকনাফের হ্নীলা উলুচামরী গ্রামের আবদুর শুক্কুরের ছেলে জিয়াউর রহমান (২৬), চকরিয়া থানাধীন কৈয়ারবিল খিলছাদক সাঁতারকাটা গ্রামের মৃত শাহ আলমের ছেলে হারুনর রশীদ (৩৮) ও বায়েজিদ থানা এলাকার পূর্ব ছৈয়দ নগর এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে আলী হোসেন (৪০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান দৈনিক আজাদীকে জানান, ‘রোববার দিবাগত রাতে নগরীর তিনটি স্পটে অভিযান চালানো হয়েছে। অভিযানে তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে জিয়াউর রহমান থেকে ১৭শ পিস ইয়াবা, হারুন থেকে ২শ পিস ইয়াবা এবং আলী হোসেন থেকে ১৩ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোতোয়ালী, বাকলিয়া ও বায়েজিদ বোস্তামী থানায় আলাদা আলাদা মামলা করা হয়েছে।’