ইয়াবা ও নগদ টাকাসহ ৭ মাদক পাচারকারী আটক

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান

উখিয়া প্রতিনিধি | শুক্রবার , ২১ অক্টোবর, ২০২২ at ৭:০৬ পূর্বাহ্ণ

পৃথক অভিযানে ৩৬ হাজার ইয়াবা ও নগদ টাকাসহ সাতজন রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন পুলিশ। বুধবার রাতে ও গতকাল বৃহস্পতিবার দুপুরে উখিয়ার একাধিক ক্যাম্পে পৃথক অভিযানে এসব মাদক ও টাকা উদ্ধার করা হয়।
জানা গেছে, গতকাল দুপুর আড়াইটার দিকে উখিয়ার ৮নং ইস্ট ক্যাম্প থেকে ৫ হাজার ইয়াবাসহ ৩ রোহিঙ্গাকে আটক করে এপিবিএন পুলিশ। আটক মাদক পাচারকারীরা হচ্ছে ৮নং ইস্ট ক্যাম্পের মৃত সালেহ আহাম্মদের ছেলে দিলদার হোসেন (৪০), ৮নং ওয়েস্ট ক্যাম্পের নুর আলীর ছেলে খায়রুল আমিন (২২) ও ১০নং ক্যাম্পের মো. হোসেনের ছেলে ইমাম হোসেন (২৫)। উখিয়ার বালুখালী ১০নং ক্যাম্প থেকে অপর অভিযানে বিকেল চারটার দিকে ১ হাজার ইয়াবাসহ মৃত নুর হোসেনের ছেলে মো. তাহেরকে (২৫) আটক করে এপিবিএন পুলিশ।
এদিকে বুধবার রাত সাড়ে ৯টার দিকে ইয়াবা বিকিকিনির সময় উখিয়ার বালুখালী ৯নং ক্যাম্প থেকে সি/৮ ব্লকের মো. ছলিমের স্ত্রী নূর বাহার (৪১) ও তার দুই ছেলে নূর হাছন (১৯) এবং আনোয়ার হাছনকে (১৫) আটক করা হয়েছে। তাদের বসতঘর তল্লাশি করে ৩০ হাজার ইয়াবা ও মাদক বিক্রয়ের নগদ ১ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানা যায়। ৮ এপিবিএন পুলিশের সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ জানান, জব্দকৃত মাদক ও টাকাসহ আটককৃত রোহিঙ্গাদের বিরুদ্ধে উখিয়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচসিক স্বাস্থ্য বিভাগের ত্রৈমাসিক সমন্বয় সভা
পরবর্তী নিবন্ধদায়িত্ব পালনকালে এলাকার সার্বিক উন্নয়নের কথা ভাবতে হবে