এক হাজার ৮০০ পিস ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী জাহাঙ্গীর মাঝি ও তার কয়েকজন সহযোগীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল রোববার রাত ৮ টার দিকে নগরের সদরঘাটের পূর্ব মাদারবাড়ি এলাকা থেকে সেনাবাহিনীর টাস্কফোর্স–৪ (৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড)।
টাস্কফোর্স–৪ এর সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সদরঘাট এলাকার শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর মাঝিকে আটকের জন্য একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জাহাঙ্গীর মাঝি ও তার কয়েকজন সহযোগীকে আটক করতে সফল হয় টাস্কফোর্সের সদস্যরা। আটকের পর তার কাছ থেকে দেশীয় অস্ত্র ও ১ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জাহাঙ্গীর মাঝির সহযোগীদের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গ্রেপ্তারকৃত আসামি ও জব্দকৃত মালামাল সদরঘাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।