নগরীর কোতোয়ালীর সিনেমা প্যালেস এলাকা থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার মামলায় মো. মফিজ আলম (পলাতক) নামের এক রোহিঙ্গাকে ৫ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। সে উখিয়ার বালুখালী রোহিঙ্গা শরণার্থী শিবিরের ৯ নম্বর ক্যাম্পের সোনা আলীর ছেলে। গতকাল চট্টগ্রামের ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা এ রায় ঘোষণা করেন।
আদালতের বেঞ্চ সহকারী উমর ফুয়াদ আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ২০১৮ সালের ১৪ ডিসেম্বর সিনেমা প্যালেস থেকে এক হাজার পিস ইয়াবাসহ মফিজ আলমকে গ্রেপ্তার করে মাদকদ্রবব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ ঘটনায় অধিদপ্তরের পক্ষ থেকে তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করা হয়। পরবর্তীতে ২০২১ সালের ১১ নভেম্বর আদালতে তার বিরুদ্ধে চার্জগঠনের মাধ্যমে বিচার শুরু হয়।