কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতুর টোল প্লাজা এলাকায় পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় এক পিকআপ চালক ও তার সহকারীকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন গাজীপুরের শ্রীপুর এলাকার মো. সিরাজ উদ্দীনের ছেলে পিকআপ চালক মো. তাজুল ইসলাম তাজু ও ময়মনসিংহের পাগলা এলাকার হিরন মিয়ার ছেলে ও তাজুর সহকারী মো. রাকিব। গতকাল চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা এই রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, দুই আসামি জামিনে পলাতক আছেন। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে। বিচার প্রক্রিয়ায় পাঁচজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
২০২১ সালের ১৪ মার্চ কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরের দিকে পিকআপ চালিয়ে যাচ্ছিলেন চালক তাজু। তার সাথে ছিলেন সহকারী রাকিব। শাহ আমানত সেতুর টোল প্লাজায় পৌঁছালে ডিবি পুলিশ পিকআপটি আটকায়। একপর্যায়ে তল্লাশি চালালে পিকআপে বিশেষ কায়দায় লুকানো পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কর্ণফুলী থানায় মামলাটি দায়ের হয়। আদালত সূত্র জানায়, ২০২১ সালের ১৯ আগস্ট দুই আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। পরের বছরের ১৪ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।









