ইয়াবা উদ্ধার মামলায় দুজনের যাবজ্জীবন

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৫ মার্চ, ২০২৩ at ৬:৩৩ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়া থানাধীন রাজাখালী থেকে ৪৭ হাজার ৮৩৫ পিস ইয়াবা উদ্ধারের মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। তারা হলেন, কাভার্ডভ্যান চালক মো. আবদুল আজিজ ও তার সহকারী মো. জুয়েল। গতকাল চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ নারগিস আক্তার এ রায় ঘোষণা করেন।

আদালতের বেঞ্চ সহকারী ফরিদ আহম্মেদ আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সাত জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচার এ রায় ঘোষণা করেছেন। আদালত সূত্রে জানায়, ২০২০ সালের ১২ মে বাকলিয়া থানাধীন রাজাখালী এলাকার জমজম আইচ ফ্যাক্টরির সামনে থেকে ৪৭ হাজার ৮৩৫ পিস ইয়াবাসহ আবদুল আজিজ ও মো. জুয়েলকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় ইয়াবা পাচারে ব্যবহার করা একটি কাভার্ডব্যান জব্দ করা হয়। এ ঘটনায় র‌্যাব৭ এর পক্ষ থেকে মামলাটি দায়ের হয়। তদন্ত শেষে থানা পুলিশ দুই আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করলে গত বছরের ১৩ জানুয়ারি চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।

পূর্ববর্তী নিবন্ধকিছু অবহেলা চিহ্নিত, ৯ সুপারিশ
পরবর্তী নিবন্ধপটিয়ার ১২ কিমি অংশে কমেছে যানজট, বেড়েছে গতি