পটিয়া পৌরসভা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক গাজী আতিকুল ইসলাম আলভী (২২) ও তার সহযেগী আশরাফুল ইসলাম প্রকাশ শাওনকে (২২) ১ হাজার ৪০০ ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। আলভী পটিয়া সরকারি কলেজ অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র বলে জানা গেছে।
সূত্র জানায়, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের বঙ্গবন্ধু সড়ক এলাকা থেকে ১৪০০ পিছ ইয়াবাসহ তাদের দুজনকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের অভিযানে ঘটনাস্থল থেকে পালিয়েছে উজিরপুর এলাকার মৃত বাবুল উদ্দিনের পুত্র নাঈম উদ্দিন (২৪) ও পৌর সদরের মুন্সেফ বাজার এলাকার মো. কালামের পুত্র মো. ফাহিম (২৫)। আটক আলভী পৌরসভার ৪নং ওয়ার্ডের ঠিকাদার গাজী মো. মফিজের পুত্র ও শাওন খুলনা জেলার মো. আবু হানিফের পুত্র।
পটিয়া থানার উপ–পরিদর্শক মো. ছৈয়দ আসাদুজ্জামান জানিয়েছেন, ১ হাজার ৪০০ ইয়াবাসহ দুইজনকে গ্রেফতারের ঘটনায় থানায় তিনি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
পটিয়া পৌরসভা ছাত্রলীগের আহ্বায়ক অজয় শীল জানিয়েছেন, ইয়াবাসহ যুগ্ম আহ্বায়ক গ্রেফতারের ঘটনাটি দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে। জেলা নেতৃবৃন্দ তাৎক্ষণিক তাকে সাময়িক বহিষ্কার করেছেন এবং তাকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয়ভাবে চিঠি দেয়া হয়েছে।












