ইয়াবাসহ কেজিডিসিএলের সাবেক সিবিএ সভাপতি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৮ অক্টোবর, ২০২০ at ৪:২১ পূর্বাহ্ণ

নগরীর পাঁচলাইশ থানাধীন কসমোপলিটন আবাসিক এলাকা থেকে ইয়াবাসহ খালেদ সাইফুল্লাহ টিপু (৫৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মানিব্যাগ তল্লাশি করে ২৭ পিস ইয়াবাসহ গত শুক্রবার পাঁচলাইশ থানা পুলিশ তাকে আটক করে। গ্রেপ্তার খালেদ সাইফুল্লাহ টিপু ফেনীর সোনাগাজী থানাধীন রাজাপুর এলাকার আবুল হোসেন কানুনগোর ছেলে ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) বিক্রয় সহকারী বলে জানিয়েছে পুলিশ। তিনি কেজিডিসিএল কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সাবেক সভাপতি বলেও পুলিশ সূত্রে জানা গেছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক জানান, কসমোপলিটন আবাসিক এলাকার তৈয়ব হোটেলের সামনে টিপুর মানিব্যাগ তল্লাশি করে ২৭ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি। খালেদ সাইফুল্লাহ টিপু ইয়াবার খুচরা বিক্রেতা। দীর্ঘদিন ধরে নগরের বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করে আসছেন বলেও জানায় পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হচ্ছেন জেসিন্ডা
পরবর্তী নিবন্ধএকই স্থানে দুদিনে দুই দুর্ঘটনা