বোয়ালখালীর কধুরখীল খানকাহ শরীফে ইয়া রাসুলাল্লাহ (দ.) কনফারেন্সে বক্তারা বলেন, ইমামে হোসাইন (রাদ্বি.) দ্বীন -ইসলামের মূলধারা সুন্নিয়াত রক্ষার জন্যেই ইয়াজিদের সাথে আপস না করে কারবালা ময়দানে অন্যায়-অসত্যের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেছিলেন। ইয়াজিদী বাহিনী এখনো মুসলমানদের মহামূল্যবান ঈমান হরণের চেষ্টায় লিপ্ত রয়েছে। গত ১৫ আগস্ট বোয়ালখালী উপজেলার কধুরখীলে হযরত সৈয়্যদ নূর উল্লাহ খতিব বাড়ি সম্মুখে খানকাহ-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া সাবেরিয়ায় পবিত্র আহলে বায়তে রাসুল স্মরণে মাহফিলে সুলতানে কারবালা, গাউসে জামান হযরতুল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.)’র ৩০তম সালানা ওরস মোবারক এবং বোয়ালখালী উপজেলা গাউসিয়া কমিটি ও কধুরখীল খানকাহ শরীফের প্রতিষ্ঠাতা অলি আহমদ খতিবীর ১৯তম ওফাত বার্ষিকী উপলক্ষে খানকাহ শরীফ কর্তৃপক্ষ ও ইউনিয়ন গাউসিয়া কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত ‘ইয়া রাসুলাল্লাহ কনফারেন্স’ বক্তারা উপরোক্ত আহ্বান জানান। দক্ষিণ জেলা গাউসিয়া কমিটির সহ সভাপতি মাওলানা ওবাইদুল হক হক্কানির সভাপতিত্বে কনফারেন্সে প্রধান আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলীয়ার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আল্লামা কাজি আব্দুল ওয়াজেদ। মুহাম্মদ এরশাদ খতিবীর সঞ্চালনায় কনফারেন্সে বিশেষ আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নীয়া মহিলা মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ড. মুহাম্মদ সাইফুল আলম, মাওলানা মুহাম্মদ জয়নাল আবেদীন আল কাদেরি, মাওলানা ফরিদ আহমদ, মাওলানা মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম তুহিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।