ইয়াঙ্গুনে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত

রাস্তায় হাজার হাজার লোকের মিছিল

| সোমবার , ৮ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:০৩ পূর্বাহ্ণ

মিয়ানমারে সামরিক অভ্যুত্থান ও নির্বাচিত নেত্রী অং সান সু চির আটকাদেশের বিরুদ্ধে বৃহত্তম শহর ইয়াঙ্গুনে দ্বিতীয় দিনের মতো হাজার হাজার লোক রাস্তায় নেমে মিছিল করছে। গতকাল রোববার ইয়াঙ্গুনের প্রতিবাদকারীরা লাল বেলুন নিয়ে নেমেছেন, এই রঙটি সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি পার্টির (এনএলডি) প্রতিনিধিত্ব করে এবং তারা ‘আমরা সামরিক স্বৈরাচার চাই না! আমরা গণতন্ত্র চাই!’ শ্লোগান দিচ্ছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রাস্তার মাঝখান দিয়ে এনএলডির পতাকা দুলিয়ে ‘থ্রি-ফিগার’ স্যালুট দিয়ে মিছিল করে যাচ্ছেন তারা। এই ‘থ্রি-ফিগার’ স্যালুট একটি অভ্যুত্থান বিরোধী প্রতীক হয়ে উঠেছে। গাড়ির চালকরা হর্ন বাজাচ্ছেন ও যাত্রীরা সুচির ছবি উঁচু করে ধরে আছেন। খবর বিডিনিউজের। গত শনিবার দেশটির সামরিক জান্তা ইন্টারনেট বন্ধ করে ফোন লাইনে নিয়ন্ত্রণ আরোপ করার পরও এসব দৃশ্য ফেসবুকে সমপ্রচারিত হয়েছে। এ রকম অল্প কিছু দৃশ্যই দেশটির বাইরে এসেছে বলে রয়টার্স জানিয়েছে। প্রতিশোধের শিকার হতে পারেন এমন আশঙ্কায় নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে ১০ বন্ধু নিয়ে মিছিলে যোগ দেওয়া ২২ বছর বয়সী একজন তরুণ বলেন, আমরা অভ্যুত্থান মেনে নিতে পারি না। আমাদের ভবিষ্যতের জন্য আমাদের বের হয়ে আসতে হবে। নিজের পরিবার নিয়ে মিছিলে যোগ দেওয়া ত্রিশোর্ধ এক নারী জানান, আগের দিনের প্রতিবাদে তারা যোগ দেননি, কিন্তু আর ভয় না পাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের জনগণের সঙ্গে যোগ দিতে হবে, আমরা গণতন্ত্র চাই, বলেন তিনি। সকালের মাঝামাঝিতে দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর মাওলামাইনে মোটরসাইকেলে করে প্রায় ১০০ লোক রাস্তায় নেমে আসে, মধ্যাঞ্চলীয় শহর মান্দালয়ে শিক্ষার্থী ও চিকিৎসকরা কেন্দ্রস্থলে জড়ো হচ্ছেন।

পূর্ববর্তী নিবন্ধইন্দোনেশিয়ায় লাল পানিতে ডুবল পুরো গ্রাম
পরবর্তী নিবন্ধবাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা