চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের গতকালের খেলায় জয় পেয়ছে ইয়ং স্টার ক্লাব এবং আগ্রাবাদ কমরেড ক্লাব। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে আগ্রাবাদ কমরেড ক্লাব ৪ উইকেটে সাউথএন্ড ক্লাবকে পরাজিত করে। এছাড়া সাগরিকাস্থ মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত দিনের অপর ম্যাচে ইয়ং স্টার ক্লাব ২ উইকেটে বাকলিয়া একাদশকে পরাজিত করে।
এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামে সাউথএন্ড ক্লাব। নির্ধারিত ৪০ ওভারে ৯ উইকেটে ১৮৯ রানের বড় স্কোর গড়ে দলটি। দলের এই স্কোরে বড় ভুমিকা রাখে ৪৫ রান করা সুমন এবং আউসাফ। সুমন ৪২ বলে ৮টি চারের সাহায্যে ৪৫ আর আউসাফ ৭৬ বলে ৫টি চারের সাহায্যে করেন ৪৫ রান। এছাড়া ওপেনার হাসিবুল ২৮ এবং আসিফ করে ২১ রান। অতিরিক্ত থেকে আসে ২৬ রান। দলের সাতজন ব্যাটসম্যান দুই অংকের ঘরে যেতে পারেনি। আগ্রবাদ কমরেড ক্লাবের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন খাইরুল, জিল্লুর এবং ইসকান্দার।
একটি উইকেট নিয়েছেন হাবিবুল। ১৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কমরেড ক্লাব ৪ বল বাকি থাকতে ৪ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে। ছক্কা মেরে দলকে জয় এনে দেন ইসকান্দার। দলের পক্ষে খাইরুল ২৫, সাকিব ২০, হাবিবুল ২৯, অন্তর ২২, সুমন বড়ুয় ২৪ বলে ২৯ রান এবং ইসকান্দার ১৮ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন। সাউথএন্ড ক্লাবের পক্ষে ২টি উইকেট নিয়েছেন হাসিবুল। একটি করে উইকেট নিয়েছেন আসিফ, ফরহাদ, আবু সাইয়েদ এবং মুকতার।
সাগরিকাস্থ মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ম্যাচে নয়ন নাথের বোলিং এর সামনে কুপোকাত হয়ে গেছে বাকলিয়া একাদশ।
একাই ৭ উইকেট নিয়েছেন ইয়ং স্টারের এই বোলার। সকালে টসে হেরে ব্যাট করতে নামা বাকলিয়া একাদশ নয়ন নাথের বোলিং তোপের মুখে পড়ে ৩৭ ওভারে মাত্র ১২০ রান করে অল আউট হয়। দলের পক্ষে আমজাদ ২৯ এবং জাকির ১৬ রান ছাড়া বাকি কেউ দুই অংকের ঘরে যেতে পারেনি। অতিরিক্ত থেকে আসে সর্বোচ্চ ৩৭ রান। ইয়ং স্টার ক্লাবের পক্ষে নয়ন নাথ ৮ ওভার বল ২৬ রান খরচায় নিয়েছেন ৭ উইকেট। ২টি উইকেট নিয়েছেন অভিজিত। ১২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইয়ং স্টার ক্লাবও সহজে পার পায়নি। ২৯.১ ওভারে ৮ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে দলটি। দলের প্রথম পাঁচজন ব্যাটসম্যান মিলে করেছেন ৪ রান। মূলত বিপন কান্তি দাশের ব্যাটে ভর করে জয় পায় ইয়ং স্টার ক্লাব। বিপন করেন ৪১ বলে ৪৮ রান। এছাড়া নয়ন নাথ ৩১ এবং এয়াছিন করেন ১৭ রান। বাকলিয়া একাদশের পক্ষে ২৮ রানের ৩টি উইকেট নেন আমজাদ । ২টি করে উইকেট নিয়েছেন রিমন এবং হামিদুল। একটি উইকেট নিয়েছেন মুসলিম।