ইয়ং টাইগার জাতীয় স্কুল ক্রিকেটে একাডেমি ল্যাবরেটরি স্কুলের জয়

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ২৬ এপ্রিল, ২০২২ at ৭:১৬ পূর্বাহ্ণ

ইয়ং টাইগার জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় চট্টগ্রামের খেলায় গ্রুপ ‘বি’ তে একাডেমি ল্যাবরেটরি স্কুল জয়লাভ করেছে। গতকাল সোমবার সাগরিকার মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় তারা ৫ উইকেটে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলকে পরাজিত করে। টসে জিতে কলেজিয়েট স্কুল প্রথমে ব্যাট করতে নামে। তারা ৪৮.২ ওভার খেলে ১৮৫ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে মো. সুমনের ব্যাট থেকে।

সুমন ৮০ বল খেলে ৬৯ রান করেন ৪টি চার এবং ৬টি ছক্কা মেরে। বাকিদের মধ্যে তানজিল মাহমুদ ২৭, মাহির হামজা ১০,সুহাদ ইলাহান ১১, মহিউদ্দিন সোহাগ ১৬ এবং অধিনায়ক মিশকাতুল ফেরদৌস ১৭ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৭ রান। একাডেমি ল্যাবরেটরি স্কুলের সুমন মিয়া ২৩ রান দিয়ে ৩টি উইকেট লাভ করেন। মো. ইয়াসিন ও জয় দাস ২টি করে উইকেট পান। ১টি করে উইকেট নেন মো. সজীব এবং মো. ফরহাদ হোসেন।

জবাবে একাডেমি ল্যাবরেটরি স্কুল ৪৭.৫ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ১৮৭ রানে পৌঁছে যায়। দলের ফাবিয়ান মোস্তফা সর্বোচ্চ ৬৬ রান করেন। ওপেনার মোসলেম উদ্দিন খেলেন ৫৬ রানের ইনিংস। এ দুজনের অবদানে জয় অনেকটা সহজ হয়ে যায় একাডেমি ল্যাবরেটরি স্কুলের জন্য। এছাড়া মো. ইয়াসিন অপরাজিত ২৩, মো. ফরহাদ হোসেন ১৫ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৯ রান।

কলেজিয়েট স্কুলের অধিনায়ক মিশকাতুল ফেরদৌস ৩৬ রান দিয়ে এবং মো. সুমন ৩২ রান দিয়ে ২টি করে উইকেট নেন। ১টি উইকেট পান মহিউদ্দিন সোহাগ। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা গত ২৪ এপ্রিল মহিলা কমপ্লেক্স মাঠে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিবি পরিচালক ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন।

বিশেষ অতিথি ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক লি: এর পক্ষে সহকারী ভাইস প্রেসিডেন্ট (হেড অব ব্রাঞ্চ, প্রবর্তক) মো. আসিফ সোবহান। সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্রিকেট সম্পাদক এ.কে.এম আবদুল হান্নান আকবরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিজেকেএস ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস। এ সময় উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য আবুল হাসেম, নাসির মিঞা, ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক শওকত হোসেন। ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় আজ মহিলা কমপ্লেক্স মাঠে খেলবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয় এবং কাট্টলী নূরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধশ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে শঙ্কায় মিরাজ
পরবর্তী নিবন্ধসুপার ফোরে শুভ সূচনা কোয়ালিটি ব্লুজের