বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের চট্টগ্রাম পর্বের খেলায় জয় পেয়েছে হাজেরা–তজু স্কুল এন্ড কলেজ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ স্কুল। চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে হাজেরা–তজু স্কুল এন্ড কলেজ ৮ উইকেটে হারিয়েছে মোহাম্মদপুর পাবলিক স্কুল এন্ড কলেজকে। সাগরিকাস্থ মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত দিনের অপর ম্যাচে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয় ৩ উইকেটে হারিয়েছে সানশাইন গ্রামার স্কুলকে। চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামে মোহাম্মদপুর পাবলিক স্কুল এন্ড কলেজ। কিন্তু হাজেরা–তজু স্কুল এন্ড কলেজের বোলারদের তোপের মুখে পড়ে মাত্র ৬০ রানে অল আউট হয়ে যায় মোহাম্মদপুর পাবলিক স্কুল এন্ড কলেজ। দলের পক্ষে একজন মাত্র ব্যাটার দুই অংকের ঘরে যেতে পেরেছে। ওপেনার জাহেদুল করে ১৪ রান। দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান আসে অতিরিক্ত থেকে। হাজেরা–তজু স্কুল এন্ড কলেজের মিসবাউল হাসান ১২ রানে নিয়েছে তিন উইকেট। ২টি করে উইকেট নিয়েছে ফয়সাল এবং অভি। একটি উইকেট নিয়েছে ইমরানুল। ৬১ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে হাজেরা–তজু স্কুল এন্ড কলেজ ১২.৫ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। দলের পক্ষে জুনায়েদ ১৯, আজমাইন ১৩ এবং এরশাদ করে অপরাজিত ১২ রান। মোহাম্মদপুর পাবলিক স্কুল এন্ড কলেজের পক্ষে একটি করে উইকেট নিয়েছে সাকিব এবং আমির। বিজয়ী হাজেরা–তজু স্কুল এন্ড কলেজ দলের মিসবাউল হাসান ম্যাচ সেরা নির্বাচিত হয়।
মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত দিনের অপর ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামে সানশাইন গ্রামার স্কুল। দলের মিডল অর্ডার ব্যাটার হামজা মাহমুদের ৬৫ রানের দুর্দান্ত ইনিংসের উপর ভর করে ৩৬.৫ ওভারে ১৬১ রান সংগ্রহ করে সানশাইন গ্রামান স্কুল। হামজা ৭৭ বলের ইনিংসটিতে একটি চার এবং ৫টি ছক্কা মেরেছে। এছাড়া দলের পক্ষে অন্যান্যের মধ্যে আহনাফ ১২, সুমন মিয়া ১৫, মেহরাব ১৫ এবং ইব্রাহিম করে অপরাজিত ১৬ রান। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয়ের পক্ষে ১৬ রানে ৪টি উইকেট নিয়েছে সাফায়েত। ২টি করে উইকেট নিয়েছে রিদোয়ান এবং মেহরাব। ১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয় তালহা জোবায়েরের ৭১ বলে ৭৬ রানের অপরাজিত ইনিংসের উপর ভর করে ৩৪ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। তালহা ৬টি চার এবং ৫টি ছক্কা মেরেছে।
এছাড়া মাহির ১৭, মেহরাব ১০, রিদোয়ান ১৪, আবদুল্লাহ আল আদি ২০ এবং হাসিবুল ১৯ রানে অপরাজিত থাকে। সানশাইন গ্রামার স্কুলের পক্ষে ৪৪ রানে ৩টি উইকেট নিয়েছে হামজা মাহমুদ। এছাড়া ২টি করে উইকেট নিয়েছে ইব্রাহিম এবং সাদমান। বিজয়ী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উচ্চ বিদালয়ের তালহা জোবায়ের ম্যাচ সেরা নির্বাচিত হয়। তার হাতে পুরস্কার তুলে দেন বেসিক ক্রিকেট একাডেমির কোচ ফারুখ হোসেন টিটু।