ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেটে চট্টগ্রামের টানা দ্বিতীয় জয়

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২৬ ডিসেম্বর, ২০২৫ at ১০:১৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় টানা দ্বিতীয় জয় পেয়েছে চট্টগ্রাম জেলা দল। গতকাল ২৫ ডিসেম্বর চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় চট্টগ্রাম ৪১ রানে লক্ষ্ণীপুরকে পরাজিত করে। আগেরদিন চট্টগ্রাম বিশাল ব্যবধানে নোয়াখালীকে পরাজিত করেছিল। গতকাল টসে জিতে চট্টগ্রাম প্রথমে ব্যাট করতে নামে। ৪৯.১ ওভার খেলে তারা ১৫৮ রান তুলে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে মিনহাজুলের ব্যাট থেকে। মিনহাজুল ৭৮ বলে ৪০ রান করেন ৩টি চার এবং ২টি ছক্কার সাহায্যে। এছাড়া জুনায়েদ ৩৫,ওয়ালিদ মুরাদ ৩০,এবং আদিল চৌধুরী ১০ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৪ রান। লক্ষ্ণীপুরের আবদুল আহাদ ১৯ রান দিয়ে ৫টি উইকেট দখল করেন। এছাড়া ৩টি করে উইকেট পান মাহমুদুন এবং আদনান সামি। ২টি উইকেট নেন সোলাইমান তানভির।

জবাবে লক্ষ্ণীপুর ৪০.১ ওভার ব্যাট করে ১১৭ রান করে সবাই আউট হয়ে যায়। দলের হয়ে হাসান মাহমুদ ২৫, আদনান সামি ২৪,মেহেদি হাসান ১২ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২৫ রান।

চট্টগ্রামের কাজি আবদুল্লাহ ২৮ রান দিয়ে ৫টি উইকেট দখল করেন। ৩টি উইকেট পান আশরাফুল ইসলাম। ২টি উইকেট নেন আরাফ হোসেন। ১টি করে উইকেট লাভ করেন মিফতাউল এবং ইমরান হোসেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম ক্রিকেট অ্যাকাডেমির জার্সি উন্মোচন
পরবর্তী নিবন্ধ৩য় শিহান কাপ কারাতে প্রতিযোগিতা সম্পন্ন